পাত্র-পাত্রী নির্বাচন অতীতকালে যতটা সহজ ছিল, আজকের যুগে ততটাই কঠিন। বিভিন্ন রীতি-নীতি উদ্ভাবন করে আমরাই কঠিন করে ফেলেছি। কেউ অর্থ-বিত্তকে প্রাধান্য দেয়, কেউ-বা রূপ সৌন্দর্যকে, কোনো অঞ্চলে উচ্চ মোহরানা ধার্য করে, কারো মানদণ্ড সামাজিক মর্যাদা, উচ্চ শিক্ষা, ইত্যাদি দৃষ্টিভঙ্গি বিয়েকে কঠিন থেকে কঠিন করে তুলেছে। এই দিকে ‘মানুষ চেনার’ নাম করে যুব সমাজের বিশাল একটা অংশ জড়াচ্ছে বিবাহ-বহির্ভূত হারাম সম্পর্কে। কিন্তু বছরকে বছর রিলেশন আর লিভ টুগেদার করে মানুষ যেমন চেনা যাচ্ছে না, তেমনি সম্পর্কগুলো বিয়ে পর্যন্ত গড়াচ্ছে খুব কমই। আবার যাদের বিয়ে হচ্ছে, এদের ভিতর সুখে আছে, এমন জোড়াও হাতে গোণা। সব মিলিয়ে বাড়ছে হতাশা, অবিশ্বাস, ডিভোর্স রেট…
আসলে সমস্যাটা গোঁড়াতেই; পাত্র-পাত্রী নির্বাচনের ভুল পদ্ধতিতে। ইসলাম মানুষের আখিরাতের পাশাপাশি পার্থিব জীবনেরও নিরাপত্তা দান করে। শরিয়তে রয়েছে পাত্র-পাত্রী নির্বাচনের সুশৃঙ্খল পদ্ধতি। কীভাবে পাত্র-পাত্রী নির্বাচন করবেন? কোন কোন বিষয়গুলো যাচাই করা জরুরী? কীভাবে হাজার মানুষের ভিড় থেকে সঠিক মানুষটিকে খুঁজে নেবেন? এ জন্য ইস্তেখারার নামাজের নিয়ম কী? কীভাবে দুআ করা উচিত? দ্বীন ইসলামের পূর্ণ দিক নির্দেশনা সহ পাত্র-পাত্রী নির্বাচনের A-Z যদি এক বইতে পেতে চান, তাহলে এই বইটি আপনার জন্যই।
Reviews
Clear filtersThere are no reviews yet.