হীরাকান্তের অদৃশ্য সরোবরে ফোটা কোনো অচিন ফুলের মতো, প্রণয়নীর বিনুনিতে গেঁথে রাখা আছে প্রণয় শত শত।
তুমি থাকলে পাশে সৃষ্টির সকল সুখ চিরসত্য, অবেলার তুষার গলা জমাট জল, তারকারাজির ঝিলমিল রং, তুমি থাকলে পাশে তীব্র আঘাতেও এই ধরণী অমর।
তুমি হৃদয় গহীনে, নীলয়ের আলিঙ্গনে বেঁচে আছো, ‘বিচ্ছেদ’ তো কেবল একটি শব্দ মাত্র!
কিছু সম্পর্কের মায়ার বাঁধনে মানুষ মানুষকে সামলে রাখে, আগলে থাকে,
বাঁচতে শেখায়, অতল জলে না ডুবেও ভাসতে শেখায়। জড়িবুটি হয়ে হৃদয়ের জখম তাড়ায়।
আবার কিছু সম্পর্ক কাঠের নৌকা যেমন, মাঝসমূদ্র হেসে খেলে পার করিয়ে তীরে এসে তরী ডুবায়।
আঁধারী সমীর আমারে নতমুখে শুধায়, ‘প্রিয়তমকে এক শব্দে ব্যখ্যা করার কী উপায়?’
স্মিত হেসে বলি, ‘মায়ামৃগ চেনো?’
ছুঁয়ে দেখার আগেই সে হারিয়ে যায় যেনো!
~কুহু চৌধুরী।
ঝোপজঙ্গলের পিছন দিয়ে পা টিপে টিপে তারা জায়গাটি ছেড়েই যাচ্ছিল তখনই তালিবুলের পায়ের চাপে একটি শুকনো ডাল মট-মট করে ভেঙে গেল।
শব্দ শুনে অ্যানাকোন্ডাটি মাথা তুলে তাকায়। ছ্যাঁৎ করে উঠে প্রত্যেকের বক্ষস্থল। গফুর-সুলেমান অস্ত্র তুলতেই যাচ্ছিল।
মেয়েটি চাপাস্বরে বলল, “সাবধান! অস্ত্র তুলো না।”
জুহাদ দ্রুত মেয়েটির কথা অনুবাদ করল। সুলেমান, গফুর অস্ত্র না তুলে সোজা হয়ে দাঁড়ায়।
অ্যানাকোন্ডাটি নির্নিমেষ তাকিয়ে রইল। বিলের জলে ঝপাৎ-ঝপাৎ শব্দ হচ্ছে৷ সেখানে অ্যানাকোন্ডাটির অসংখ্য শাবক সাঁতার কাটছে, গিজগিজ করছে! এত সাপ দেখে ফ্লোরার গা গুলিয়ে ওঠে।
মায়ামৃগ
~ ইলমা বেহরোজ
Reviews
Clear filtersThere are no reviews yet.