মানুষের মনের ভিতর যদি ভালো কিছু করার জিদ একবার চেপে বসে আর সে যদি লক্ষ্যকে ঠিক রেখে পরিশ্রম করে যায়, তাহলে- কিছুদিন আগে বা পরে- তার জীবনে সফলতা আসবেই এবং আসতে বাধ্য।
আমাদের মধ্যে অনেক ধরনের হতাশা কাজ করে- পাত্তা না পাওয়ার হতাশা, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পা পারার হতাশা, সহপাঠীদের থেকে পিছিয়ে পড়ার হতাশা, মেধাবী না হতে না পারার হতাশা, বিত্তশালী হতে না পারার হতাশা, হেরে যাওয়ার হতাশা, পছন্দের ব্যক্তি বা বস্তুকে না পাওয়ার হতাশা… …ইচ্ছে পূরণ করতে না পারার হতাশা। এরকম শত হতাশার ঘুরপাকে বন্দি জীবনের পৃথিবীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলা মানুষগুলো নতুন করে মনে আশা সঞ্চাার করতে পারছেন না; হতাশার মাঝেও বারবার ঘুরে দাঁড়াতে তাদের মনে শক্তি ও সাহস জোগাবে ‘ঘুরে দাঁড়াও আরেকবার’ বইটি।
Reviews
Clear filtersThere are no reviews yet.