যে দেশে মেধার কদর নেই, সে দেশে মেধাবী জন্মায় না। সে দেশের শাসক হয় অত্যাচারী। ফলে একসময় জনগণের ক্ষোভ আর ঘৃণা ফুসে উঠে রূপ নেয় গণঅভ্যুত্থানে। মেধার কদর ফিরিয়ে আনতে দেহের তাজা খুন ঠেলে দেয় রাজপথে। যার উজ্জ্বল দৃষ্টান্ত আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ; ছাত্র-জনতার গণঅভ্যুত্থান।
রক্তক্ষয়ী আন্দোলনের পর বাংলাদেশে ঘটে গেল এক অভূতপূর্ব গণ-অভ্যুত্থান।
জুলাই মাস থেকে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন শেষ পর্যন্ত এক গণ-আন্দোলনে রূপ নেয় এবং ৫ই অগাস্ট-২০২৪ শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন। কিভাবে এবং কেন?এসব প্রশ্নের উত্তর জানতে ” বৈষম্যবিরোধী আন্দোলন : ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-২০২৪” নামক বইখানি পড়তে হবে। আশা করি অনেক কিছু জানতে পারবে ইনশাআল্লাহ।
Reviews
Clear filtersThere are no reviews yet.